ডেঙ্গুতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীর মৃত্য

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ , ১৬ আগস্ট ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সংগৃহিত

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির আফিয়া জাহিন নামে এক ছাত্রী মারা গেছে।

সোমবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আফিয়া বনশ্রী আইডিয়ালের প্রভাতী শাখার ইংরেজি ভার্সনের ছাত্রী ছিল।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বনশ্রীর প্রভাতি শাখার (ইংরেজি ভার্সন) সহকারী প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে তিনি বলেন, কয়েকদিন ধরে আফিয়ার জ্বর ছিল। হাসপাতালে নেওয়ার পর টেস্টে ডেঙ্গু পজিটিভ আসে। গত সোমবার (১৪আগস্ট) সন্ধ্যার দিকে সে মৃত্যু বরণ করে।

আফিয়া জাহিনের শ্রেণি শিক্ষক মোহাম্মদ নাইম বলেন, মেয়েটা খুব ভালো ও শান্ত সভাবের ছিল। রাতে তার মৃত্যুর খবর পেয়ে বিশ্বাস করতে পারিনি। এখনো আমার মনে হচ্ছে তার নিষ্পাপ চেহারা।

মন্তব্য লিখুন

আরও খবর