আশুগঞ্জের শতাধিক শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস টিফিন বক্সসহ শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ , ১৪ আগস্ট ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ বিভিন্ন স্কুলে শতাধিক শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস টিফিন বক্সসহ শিক্ষা উপকরণ বিতরণ করেছে আশুগঞ্জ উপজেলা প্রশাসন।

আজ সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা বিভিন্ন স্কুলে এই উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক উপস্থিত থেকে এই শিক্ষাসামগ্রী বিতরণ করেন ।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বিল্লাল ভূঁইয়া, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুদ্দিন চৌধুরী, সেলিম রাজা বক্সী আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকসহ প্রমুখ।

নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক বলেন, শিক্ষার প্রধান ধাপ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। তাই এখান থেকে যেন কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে, তাই এতে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা দুপুরে খাবার খাওয়ার অজুহাতে বাড়িতে চলে যায়। কেউ কেউ ফিরে আসলেও অনেকে বিদ্যালয়ে ফেরত আসে না। আবার অনেকেই বিদ্যালয়ের বাইরে থেকে জাঙ্কফুড খেয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। তাই শিক্ষার্থীদের মাঝে টিফিন বাক্স বিতরণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। সেই সঙ্গে অভিভাবকদেরকে সচেতন করা হচ্ছে যাতে তাদের ছেলে-মেয়েদেরকে দুপুরের খাবার পাঠান। পর্যায়ক্রমে উপজেলার সকল স্কুলে এ ব্যবস্থা নেওয়া হবে। আশা করা যায়, এতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত হবে।

মন্তব্য লিখুন

আরও খবর