পরিমল ভৌমিক এর ‘রাক্ষুসে বিলাপ’ উপন্যাসের মোড়ক উন্মোচন ও পাঠ

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ , ১ আগস্ট ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়ার সুপরিচিত রম্য লেখক, নাট্যব্যক্তিত্ব ও ঔপন্যাসিক পরিমল ভৌমিক-এর নতুন বই ‘রাক্ষুসে বিলাপ’ উপন্যাসের মোড়ক উন্মোচন ও পাঠ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে চেতনায় স্বদেশ গণগ্রন্থাগারের আয়োজনে জেলা সরকারি গণগ্রন্থাগারের হল রুমে উক্ত মোড়ক উন্মোচন ও পাঠ আলোচনা অনুষ্ঠিত হয়।

 

চেতনায় স্বদেশ গণগ্রন্থাগার এর সভাপতি, কথাসাহিত্যিক আমির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি গ্রন্থাগার ও গবেষণা কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া-এর প্রতিষ্ঠাতা, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, বিশিষ্ট কবি ও গীতিকার মো. আ. কুদ্দূস। সভায় মুখ্য আলোচক ছিলেন সাহিত্য একাডেমির সভাপতি, কবি ও গবেষক জয়দুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক, লেখক, প্রাবন্ধিক সাইফুল ইসলাম লিমন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক (সিলেট অঞ্চল), বাচিকশিল্পী ও সাংবাদিক মোঃ মনির হোসেন।

 

সভায় ‘রাক্ষুসে বিলাপ’ উপন্যাসের উপর বিষয় ভিত্তিক আলোচনা করেন সাহিত্য একাডেমির সহ-সভাপতি কবি ও কথাসাহিত্যিক এড. মানিক রতন শর্মা, তিতাস সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এর উপদেষ্টা, কবি ও গীতিকার মোঃ আব্দুর রহিম, আশুগঞ্জ ফিরোজ মিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক, বঙ্গ কথার সম্পাদক কবি এম.এ হানিফ, জেলা পাবলিক লাইব্রেরির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল আলম বাবু। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া কবি পরিষদের সভাপতি, কবি ও গল্পকার শৌমিক ছাত্তার।

 

সভায় বক্তগণ বলেন,গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, রম্য লেখক, নাট্যকার ঔপন্যাসিক পরিমল ভৌমিক। পেশাগত জীবনে তিনি একজন সফল শিক্ষক। শিক্ষকতা পেশার বাইরেও তিনি একজন সুপরিচিত ও প্রতিভাবান লেখক। সহজ সরল সাবলীল ভাষায় তিনি ফুঁটিয়ে তোলেন নানা চরিত্র ও কাহিনি। রম্য লেখক, ভৌতিক গল্পকার ও ঔপন্যাসিক হিসেবে ইতোমধ্যে তিনি পাঠক মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।

 

বক্তগণ আরো বলেন, শ্রদ্ধেয় পরিমল ভৌমিক স্যার একজন নির্ভেজাল ও সৎ মানুষ। তিনি একজন নিবেদিতপ্রাণ সাহিত্য ও সংস্কৃতিকর্মী। তিনি একজন সজ্জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে আমাদের সকলের হৃদয়ে তিনি স্থায়ী আসন গেড়ে নিয়েছেন। তিনি প্রতিবছর নিজের জন্মদিন পালন না করে প্রতিবছর অন্তত একটি নিজের একটি বইয়ের জন্মদিন পালন করবেন বলে স্থির করেছেন। পেশায় শিক্ষক হয়ে পড়ন্ত বয়সেও পরিমল ভৌমিকের গীতিশীল লেখালেখি তরুণ লেখকদের উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে।

 

সভায় অনুভূতি প্রকাশ করে পরিমল ভৌমিক বলেন, সখের বশে লেখালেখি শুরু করেছিলাম তা এখন নেশায় পরিণত হয়েছে। একজন শিক্ষক হিসেবে আমার দেখা জীবনের নানা চরিত্র ও ঘটনাকে লিপিবদ্ধ করার চেষ্টা করি। আমি ভালো লিখছি বা খারাপ লিখছি তা পাঠক মূল্যায়ন করবে। সকলের উৎসাহ ও সহযোগিতা পেলে আমি আরো ভালো ভালো লেখা উপহার দিতে চাই। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন।

 

উল্লেখ্য ‘রাক্ষুসে বিলাপ’ পরিমল ভৌমিক ভৌমিকের প্রকাশিত সপ্তম বই (দ্বিতীয় উপন্যাস)। তাঁর বেশ প্রকাশিত অন্যান্য গ্রন্থ সমূহ হলো- বহু রূপি ভূত (২০০৮) দৈত্য দানব ভূত (২০০৯), ১০টি রম্য রচনা (২০১০), ‘নাম ফাটুক-মনে কিছু কইরেন না’ (রম্য রচনা-২০২০), ভৌতিক গল্প ‘ভূত গবেষণা ইনস্টিটিউট’ (২০২১) ‘কাহিনির শেষ পাতায়’ (উপন্যাস-২০২২) ‘রাক্ষুসে বিলাপ’ (উপন্যাস-২০২৩) বইগুলো প্রকাশ করেছে জ্ঞানজ্যোতি প্রকাশনী, ঢাকা।

 

মন্তব্য লিখুন

আরও খবর