ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে মশার ওষুধ ছিটানোর কার্যক্রম শুরু করেছেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শনিবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জেলা শহরের মেড্ডা সবুজবাগ এলাকার শ্রী শ্রী গিরিধারী জিউর মন্দির এলাকা থেকে মশার ঔষধ ছিটানোর কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ-ব্রিগেড এর আহবায়ক এডভোকেট মো. নাসির মিয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ নাগ, ওয়াকার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট অসিম বর্দ্ধন, ওয়াকার্স পার্টির পৌর শাখার সভাপতি মো. নাসির মিয়া, এডভোকেট রাকেশ রায়, এডভোকেট নূরে আলম সিদ্দিকী তারেক, বিশিষ্ট ঠিকাদার মো. রফিকুল ইসলাম নয়ন, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির। এর আগে মেড্ডা সবুজবাগ এলাকার শ্রী শ্রী গিরিধারী জিউর মন্দির প্রাঙ্গনে সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়।
সভার উদ্বোধক মো. বাহারুল ইসলাম মোল্লা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড মশার ওষধ ছিটানোর মতো যে মহৎ কাজ শুরু করেছে, তা সত্যিই বর্তমান সমাজে বিরল। আমি তাদের মানবিক এই কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি পৌরসভা এই কাজে আরো গতিশীল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি। আমি ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেডের মতো সমাজের অনেক বিত্তবান আছেন তাদেরকে এই মানবিক কাজে এগিয়ে আসার আহবান জানানচ্ছি।
স্বেচ্চাসেবী সংগঠন ওস্তাদ আলাউদ্দিন খাঁ ব্রিগেড এর আহ্বায়ক এডভোকেট মো. নাসির জানান, আমরা করোনা মহামারিতে ক্রান্তি লগ্নে স্বেচ্ছাসেবী সংগঠনটির যাত্রা শুরু করে। এরই অংশ হিসেবে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। এ অবস্থায় আমরা সীমিত পরিসরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু করেছি। প্রথম দিনে আমরা মেড্ডা সবুজবাগ এলাকার বাসা-বাড়ি, ড্রেন, অলি-গলিতে স্প্রে-ছিটিয়ে এই কার্যক্রমটি শুরু করেছি। আগামীদিনে পৌর সভার প্রত্যেকটি এলাকায় আমাদের সাধ্যমত মশক নিধন কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করে যাবো।
মন্তব্য লিখুন
আরও খবর
‘যা খুশি লিখতে দ্বিধা করবে না, দাবি পূরণ...
‘যা খুশি লিখতে দ্বিধা করবে না,...
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধের নির্দেশ
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পলিথিন ব্যাগ ব্যবহার...
গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের কমিটি গঠন
গণভবনকে জাদুঘরে রূপ দিতে ১৯ সদস্যের...
মাত্র ৪৯ দিনে কোরআন হিফজ করলো শিশু হাবিব
মাত্র ৪৯ দিনে কোরআন হিফজ করলো...
নারী ফুটবলারদের সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে : আসিফ...
নারী ফুটবলারদের সমস্যার বিষয়ে আলোচনা হয়েছে...
বৈষম্যহীন দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি আমরা: প্রধান উপদেষ্টা
বৈষম্যহীন দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি আমরা:...