মহান বিজয় দিবস আজ

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ , ১৬ ডিসেম্বর ২০১৯, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

ডিসেম্বর মাস মানেই বিজয়ের আনন্দ ঘরে ঘরে। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙ্গালীর জীবনে এক পরমানন্দের দিন, শৃঙ্খল ভাঙার দিন, স্বাধীন আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াবার দিন। আজকে স্বাধীনতার এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আত্মত্যাগী ভাই-বোনদের যাঁরা তাঁদের প্রাণের বিনিময়ে ফিরিয়ে এনেছেন আমাদের মাতৃভূমি।

প্রিয় স্বাধীনতাভোগী দেশপ্রেমিক বন্ধুগণ, আজ এই মাহান বিজয় দিবসে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমরা যেন কখনোই ভুলে না যাই এই রক্তঝরা ইতিহাস। বাঙালিরা তাঁদের জীবন উৎসর্গ করেছেন ৫২ এর ভাষা আন্দোলনে, ৭১ এর স্বাধীনতা অর্জনে। আমাদের তা করতে হবে না শুধু দেশপ্রেমকে জাগ্রত করতে হবে এবং ন্যায়ের সঙ্গে কাজ করলে সোনার বাংলাকে বাস্তবে রূপ দিতে পারবো।

আমাদের ভাই-বোনদের রক্তে গড়া এদেশকে বাস্তবে রূপ দিতে এবং তাঁদের আত্মত্যাগী স্বপ্নকে পূর্ণ করতে আসুন আমরা সবাই হাতে হাত মেলাই। বুকভরা নিশ্বাস নিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলি ‘আমরা বাঙ্গালী, আমরা গর্বিত বাঙ্গালী, বাংলা আমার মায়ের ভাষা’। বাংলার জয় হোক। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।