ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন মাদরাসা ছাত্ররা

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ , ২৬ মার্চ ২০২১, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
রণক্ষেত্রে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ও তার আশপাশের কিছু এলাকা

লিয়াকত মাসুদ, ব্রাহ্মণবাড়িয়া: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে মাদরাসাছাত্রদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন মাদরাসাছাত্ররা।

শুক্রবার (২৬ মার্চ) বিকেল ৩টা থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। বিকেল সাড়ে ৩টার দিকে জেলা সদরের ভাদুঘর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বিক্ষুব্ধরা।

স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪টার দিকে মাদরাসাছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। বিক্ষুব্ধরা স্টেশনে একটি টিকিট কাউন্টার ও চেয়ার ভাঙচুর করেন। এরপর তারা অগ্নিসংযোগ করেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শোয়েব আহমেদ বলেন, মাদরাসাছাত্ররা স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। ফলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

মন্তব্য লিখুন

আরও খবর