খুলনায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ , ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
ছবি- কালের বিবর্তন।

এম জালাল উদ্দীন:খুলনা

খুলনা বিভাগের আওতাধীন দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাগণের (জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজম। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।

মতবিনিময় সভায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের অগ্রগতি, মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর