সরাইল সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি: ইউএনও

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ , ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সরাইল উপজেলার সদর ইউনিয়নের”কুট্টাপাড়া লায়ন ক্লাবের আয়োজনে” সরাইল সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙলবার (২৯ জুলাই) বিকেলে কুট্টাপাড়া খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের(ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেনের সভাপতিত্ব, প্রধান অতিথি
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মোশারফ হোসাইন।

সরাইল অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী,সরাইল ফুটবল একাডেমীর সভাপতি এস এম ফরিদ,
সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, মো.আবুল কাশেম, মো সোহাগসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্টে সরাইল ফুটবল একাডেমী ৪-০ গোলে ভৈরব ফুটবল একাডেমী’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন,মো.মাসুম খন্দকার, আব্দুল্লাহ মতিন ও মো.শফিক।খেলার ধারাভাষ্যকার ছিলেন, মো. সুমেল।

প্রধান অতিথি ইউএনও বলেন,খেলাধুলা মানুষের মন ও মানসিকতার উপর গভীর প্রভাব ফেলে এবং এর মাধ্যমে ভালোবাসা, সহমর্মিতা, এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব বৃদ্ধি পায়। খেলাধুলা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়, যা মানুষের আত্মবিশ্বাস এবং সামাজিক সম্পর্ক তৈরিতে সহায়তা করে।

তিনি বলেন, যতবেশি খেলাধুলার সঙ্গে আমাদের যুবকদের সম্পৃক্ত রাখতে পারবো তারা ততোবেশি সুস্বাস্থ্যের অধিকারী হবে। চিন্তা-চেতনায়, মন-মননে, অনেক বেশি শক্তিশালী অনেক বেশি উন্নত হবে। আর এ জন্য আমাদের তৃণমূল পর্যায় থেকেই শুরু করতে হবে।