বিএনপি পুনর্গঠন অসহযোগিতাকারীরা সম্মুখ সারিতে থাকতে পারবে না

প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ , ২৬ জুলাই ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

সুলতান, সারিয়াকান্দি (বগুড়া): বিগত ফ্যাসিষ্টের সময় যারা বিএনপি’র সাথে থাকেনি, বিএনপি পুনর্গঠনে সাহায্য করেনি তারা কখনও সম্মুখ সারিতে আসতে পারবে না। তাদেরকে সবসময় ত্যাগী নেতাদের পেছনের সারিতেই থাকতে হবে বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বগুড়া-০১ আসনের মনোনয়ন প্রত্যাশী একেএম আহসানুল তৈয়ব জাকির।

শনিবার বিকেলে ফুলবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা ও সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ফুলবাড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং ফুলবাড়ি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক এম আর ইসলাম রফিকের সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. নূর-এ-আজম বাবু, বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা নুরুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কাজী জাকির হোসেন বাবলু, সহ-সভাপতি সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডা প্রমুখ।