পলাশে ছাত্রদলের মিছিলে অতর্কিত হামলা, আহত ১০

প্রকাশিত: ১১:৪৮ অপরাহ্ণ , ২ এপ্রিল ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন

স্বৈরশাসক শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে নরসিংদী পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের যৌথ মিছিলের সময় অতর্কিত হামলা’র অভিযোগ উঠেছে। এতে প্রায় দশ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। বুধবার রাতে উপজেলা ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর বাজারের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

তথ্যটি নিশ্চিত করে পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন বলেন, ইদানিং পলাশ উপজেলার বিভিন্ন গ্রামে গোপনে ফের সক্রিয় হচ্ছে স্বৈরশাসক শেখ হাসিনার দোসর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর সদস্যরা।

এমন তথ্য আমাদের কাছে আসলে আজ সন্ধ্যায় (বুধবার রাতে) পলাশ উপজেলা ছাত্রদল ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান এবং সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে পলাশ বাসস্ট্যান্ড থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।

মিছিলটি পৌর এলাকার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে খানেপুর বাজার সড়কে পৌছালে অতর্কিতভাবে একদল দুর্বৃত্ত ছাত্রদলের নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে করে ছাত্রদলের প্রায় দশ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। কে বা কারা এই হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে চিনতে না পারলেও প্রশাসনের সহায়তায় তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন কে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করে নি। ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

মন্তব্য লিখুন

আরও খবর