বারাশিয়া যুব সংঘের গ্রন্হগার উদ্বোধন ও মাদক বিরোধী সেমিনার

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ , ১১ অক্টোবর ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

ফরিদপুরের বোয়ালমারীতে বারাশিয়া যুব সংঘের গণ গ্রন্থগার শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কালিয়ান্ড বাজারস্থ বারাশিয়া যুব সংঘের কার্যালয়ের এ সেমিনারে মো. মফিজুর রহমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. কারিজুল ইসলাম, অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম রসূল।

অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় প্রধান অতিথি ও উদ্বোধককে ক্রেস্ট সংবর্ধনা দেওয়া হয়েছে।

রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জাকারিয়া হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বারাশিয়া যুব সংঘের প্রধান উপদেষ্টা মো. এম এম কামরুল হাসান, সাপ্তাহিক আল হেলাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. রিজাউল হক, দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম মুরশিদ আহমেদ সিকদার লিটু, মুন্সি সিরাজুল ইসলাম, মো. গিয়াসউদ্দিন ঠাকুর প্রমুখ।