নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতিকে অব্যাহতি

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ , ২৬ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া আলম রোমিওকে অব্যহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ২৫ সেপ্টেম্বর এক লিখিত বিজ্ঞপ্তিতে অব্যহতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

লিখিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া আলম রোমিওকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

মন্তব্য লিখুন

আরও খবর