কসবায় পুলিশের অভিযানে ২৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ , ১২ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। এসময় একটি সিএনজি অটো রিক্সা জব্দ করা হয়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সাড়ে তিনটার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজিপুর আব্দুল্লাহ মেম্বারের বাড়ির সামনে রাস্তা থেকে এসব উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, খাড়েরা ইউনিয়নের মনকাশাইর গ্রামের আবু তাহেরে ছেলে কামাল (৪০), ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে কবির হোসেন প্রকাশ ফালান (৪২) এবং গোপীনাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো: নসু মিয়ার ছেলে মো: আলমগীর (১৯)। তারা সবাই কসবা উপজেলার স্থায়ী বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাস্তায় সিএনজি অটোরিকশায় তল্লাশি অভিযান পরিচালনা করতে চেকপোস্ট বসানো হয়। এসময় একটি সিএনজিতে তল্লাশি চালালে একটি ট্রাভেলিং ট্রলি ব্যাগের মধ্যে থাকা খাকি রংয়ের স্কচ টেপ দ্বারা মোড়ানো ৭টি প্যাকেটের মধ্যে মোট ১৪ কেজি গাঁজা এবং একটি কালো রঙের একটি কলেজ ব্যাগের মধ্যে থাকা ৪টি গাঁজার প্যাকেট সহ মোট ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন পিপিএম কালের বিবর্তনকে বলেন, জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত স্যারের নির্দেশে আমরা নিয়মিতভাবে কসবায় মাদক নির্মূলে চিরুনি অভিযান পরিচালনা করছি। এরই অংশ হিসেবে আজ চেকপোস্টে ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছি। ধৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।