
মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ আজ দুপুরে অরুয়াইল রাস্তার পাশে বসে আছে ৭০-৮০ বছরের বৃদ্ধা। সাথে মটর সাইকেলে সাংবাদিক নরুল হুদা বৃদ্ধা লোকটির সামনে আসতে বলে বাবা তোমারা কি রাণীদিয়া গ্রামের ঝগড়া থেকে আইছো। দেখতেছি সকালে পুলিশের গাড়ি গেছে রাণীদিয়া গ্রামের দুপক্ষ নাকি কাজ্জা অইতাছে। করোনার মাঝে আবার কাজ্জা করে। আবার খুনলাম শাহবাজপুর বলে কাজ্জা শুরু হইছে। এ মানুষ কি আল্লাহর গজব বা রোজা মানে না।
এই এলাকার মানুষরা বুঝবানা -? বাবারে এলাকার মানসম্মান কি থাকে -! এ ঝগড়ার শেষ কই। কথা গুলো বলেন মোঃ সুলতান মিয়া।গ্রাম্য সংঘাত বা দাঙ্গা অব্যহত আছে এ উপজেলার কোন না কোন গ্রামে। পারিবারিক ভাবে,দু গোষ্ঠী আবার গ্রামে গ্রামে বাড়ির সিমানা, গাড়ি ভাড়া, বিভিন্ন অজুহাতে, ঈদ বা মৌসুমি দাঙ্গা নামে বসত বাড়ি ঘর লুটতরাজ, বৃদ্ধা ও শিশু বাচ্চা সহ রক্ষা পায়ই না এলাকার নিঃঅপরাধ লোক জন। এলাকার সুশীল মানুষের মতেঃ এ দাঙ্গার জন্য সরাইলে ঐতিহ্য আর ইতিহাস কলঙ্কীত হচ্ছে, ধ্বংস হচ্ছে সকল অর্জন,পিছিয়ে পড়ছে বর্তমান শিক্ষা থেকে এমন দাবি করেন তারা। সাম্প্রতি সারা বাংলাদেশসহ ব্রাক্ষণবাড়িয়া লোকডাউনের মাঝে কয়েক দিন আগেই উপজেলার কয়েকটি এলাকাজুড়ে সংঘর্ষের সুত্রপাত হয়।
বৃহস্পতিবার (১৪ মে) রাণীদিয়া ও শাহবাজপুরের দুই দল গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে পাচঁ পুলিশ সহ ৫০ জন আহত হয়েছে। উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামে শাহবাজপুরসহ এ দুই ইউনিয়নের লোকজনের মধ্যে সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ববিরোধকে কেন্দ্র করে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে রক্ষক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। ৩ ঘন্টাব্যাপি চলমান সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন লোক আহত হয়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। দাঙ্গাবাজদের দাঙ্গা নিয়ন্ত্রন করতে সরাইল থানা পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ ব্যপক লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে।
সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন মুহাম্মদ নাজমুল আলম রাত এগারোটায় এ প্রতিনিধিকে জানান,বর্তমানে শাহবাজপুরওঅরুয়াইল রাণীদিয়া এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।দাঙ্গা বাজদের গ্রেফতার করতে শাহবাজপুর ও অরুয়াইল রাণীদিয়া পুলিশের অভিযান চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার...
সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও সাড়ে তিন...
সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও...
বাসে আগুন দিয়ে আ.লীগ প্রমাণ করেছে কেন তাদের...
বাসে আগুন দিয়ে আ.লীগ প্রমাণ করেছে...
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য প্যাট্রোলিং বাড়ানো...
১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য...
প্রচারণায় প্রথমবারের মতো নিষিদ্ধ পোস্টার, ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা
প্রচারণায় প্রথমবারের মতো নিষিদ্ধ পোস্টার, ড্রোন...