সরাইলে সরকারি আদেশ অমান্য করায় সাড়ে দশ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ , ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

মোঃ তাসলিম উদ্দিনঃ  ব্রাক্ষণবাড়িয়া সরাইলে সরকারী আদেশ অমান্য করে সেলুন ও চায়ের দোকান খোলা রেখে আড্ডার দায়ে ছয় দোকানিকে দশ হাজার পাচঁশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরের দিকে সরাইল উপজেলার সদরওকালিকচ্ছ বাজারের সামনে সেলুনে ও চায়ের দোকানে সরকারী আদেশ অমান্য করে আড্ডা করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাচঁ দোকানে সাড়ে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

সরাইল উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াঙ্কা বলেন,সরকারি আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এসময় সঙ্গে ছিলেন সেনাবাহিনী ও সরাইল থানা পুলিশের চৌকস দল।

মন্তব্য লিখুন

আরও খবর