সরাইলে করোনা প্রতিরোধে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ , ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বর্তমান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সকলের সহযোগিতা চাইলেন উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা। এসময় তিনি ভয়াবহ প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে রিপোর্টার্স ইউনিটিরসহ উপজেলার সকল সাংবাদিকদের সহযোগিতা চাইলেন। উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিক এক হয়ে সরাইলবাসীর কল্যানে আমরা সবাই কাজ করব বলেও অভিমত পোষণ করেন ইউএনও।

এছাড়াও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন খাদ্য সামগ্রী ও অর্থ সহযোগিতা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলকে সঠিক তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের কাছে ইউএনও মোসা আহ্বান রাখেন।এ মতবিনিময় সভায় ইউএনও’র পাশে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, আওয়ামী লীগ নেতা হাজী মাহফুজ অালী। একপর্যায়ে মতবিনিময় সভায় উপস্থিত হন সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক উদ্দিন ঠাকুর।

অপরদিকে মতবিনিময় সভায় রিপোর্টার্স ইউনিটির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি নুরুল হুদা (দৈনিক ভোরের পাতা), সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম সুমন (দৈনিক আমাদের নতুন সময়), সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন (দৈনিক নবচেতনা), সাংগঠনিক সম্পাদক রাকিবুর রহমান রকিব (দৈনিক জনতা), দফতর সম্পাদক শাহাগীর মৃধা (দ্য এশিয়ান এইজ) ও প্রচার ও প্রকাশনা সম্পাদক অহিদুজ্জামান লস্কর অপু (দৈনিক মুক্তমত)।পরে উপজেলা প্রশাসন সাংবাদিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক হয়ে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।