সরাইলের সামাজিক দুরত্ব বজায় রেখে ন্যায্যমুল্যে টিসিবির পণ্য বিক্রয়

প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ , ৩০ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ সরাইলে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা ভাইরাস পরিস্থিতিও পবিত্র রমজানকে সামনে রেখে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সরবরাহকৃত নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে।আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিসিবির পণ্য বিতরণ কালে তদারকি করেন সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা। এ সময় সরাইল থানা পুলিশ সদস্যসহ এলাকার ইউপি মেম্বার উপস্থিত ছিলেন।

এদিকে আজ (২৯ এপ্রিল) সরাইলের সদরে কাপড়ের দোকান ও অন্যান্য দোকান খোলা রাখায় অভিযুক্ত আট জনকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা তিনি জানান, সরকারি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চলবে।