নবীনগর বড়িকান্দি গ্রামের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ , ৩ ফেব্রুয়ারি ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ছবি - কালের বিবর্তন

মো.আক্তারুজ্জামান (নবীনগর) : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ছাত্র কল্যাণ পরিষদ এর উদ্যোগে, বড়িকান্দি গ্রামের ২০২০ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

গতকাল বিকাল বড়িকান্দি প্রি-ক্যাডেট আইডিয়াল একাডেমিতে ওই শিক্ষা উপকরণ বিতরণ করেন সংগঠনের সভাপতি মো. রেজাউল করিম ও সংগঠনের উপদেষ্টা,বড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আতাউল হক অটু।

বিতরণ করা শিক্ষাসামগ্রীর মধ্যে- ফাইল, কাঠ পেন্সিল, কলম, ইরেজার, কাটার ও স্কেল।

এসয়ম বড়িকান্দি ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোঃ রেজাউল করিমের, সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান সুমন, এর সঞ্চালনায় অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়িকান্দি ইউনিয়ন মু্ক্তিযোদ্ধা কমান্ডার মো.রইছ মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়িকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মো.আজিজুল হক, সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মো. মাঈন উদ্দিন, আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হক, আশরাফুল কবির,শামিম খানঁ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম জুয়েল, আব্দুল কাদির রবিন, অর্থ সম্পাদক শাহিন খানঁ রুবেল, প্রচার সম্পাদক সুজন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আল- মামুন, রিয়াদ, রিয়াজুল ইসলাম রিকেল সহ সংগঠনের সদস্য বৃন্দ।

সার্বিক সহযোগীতায় প্রবাসী আবদুল হক। বড়িকান্দি ছাত্র কল্যাণ পরিষদ সকল শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করে।