• সর্বশেষ সারাদেশ
  • ত্রিশালে উপজেলা মৎস্য প্রডিউসার অর্গানাইজেশন(ইউ.এফ.পি.ও) গঠন ও পরিচালনা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

ত্রিশালে উপজেলা মৎস্য প্রডিউসার অর্গানাইজেশন(ইউ.এফ.পি.ও) গঠন ও পরিচালনা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ , ১৯ ফেব্রুয়ারি ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
ছবি - কালের বিবর্তন

এনামুল হক, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ন্যাশনাল টেকনোলজি প্রোগ্রাম (এন.এ.টি.পি.-২)-এর আওতায় দিনব্যাপি

উপজেলা মৎস্য প্রডিউসার অর্গানাইজেশন(ইউএফপিও) গঠন ও পরিচালনা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারী) এন.এ.টি.পি.-২-এর আওতায় ত্রিশাল উপজেলা মিলানায়তনে এর আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জনাব তোফায়েল আহাম্মেদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন(ইউ.এফ.পি.ও) সভাপতি জনাব রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. মোঃ শামিম পারভেজ, টিম লিডার, মার্কেট একসেস এন্ড সাপ্লাই চেইন সার্ভিস প্রোভাইডার-পিআইইউ-(এন.এ.টি.পি.-২)। ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়ন এর মৎস্য সমবায় সমিতির সভাপতি মো: আহসান কবির এবং মাহাবুবুর রহমান, আমিনুল ইসলাম, ইলিয়াস আহম্মেদ, দেলোয়ার হোসাইনসহ প্রায় ৪০ জন পিও সদস্য প্রমূখ।

সভায় ত্রিশাল উপজেলার কোর্ট ভবন এলাকায় “মৎস্য অবতরণ কেন্দ্র” স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্য চাষিদের অধিক আর্থিক স্বচ্ছলতা প্রাপ্তিতে সহায়তা দানের জন্য এনএটিপি-২ প্রকল্প মৎস্য চাষিদের দায়িত্বশীল উৎপাদন বৃদ্ধি ও উৎপাদিত দ্রব্যের উন্নততর বাজার সংযোগ সৃষ্ঠির লক্ষে বিভিন্নমুখী উদ্যোগ গ্রহণ করে চলেছে।

মন্তব্য লিখুন

আরও খবর