খালেদা জিয়ার জামিন আবেদন কাল;উন্নত চিকিৎসার জন্য যেতে চান লন্ডনে

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ , ১৬ ফেব্রুয়ারি ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ফাইল ছবি

তানিম রহমান পরান, ভ্রাম্যমান প্রতিনিধি: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে আবারো হাইকোর্টে আবেদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে এ সংক্রান্ত জামিন আবেদনটি চূড়ান্ত করেছেন তার আইনজীবীরা। ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪২৬(১)ধারায় আবেদনটি করা হয়েছে। সংশ্লিষ্ট ধারায় উল্লেখ রয়েছে যে, আপিল বিচারাধীন থাকাবস্থায় সংশ্লিষ্ট আদালতে জামিন চাওয়া যাবে। ওই জামিন আবেদনে বলা হয়েছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। জামিন পেলে তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে চান। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তার জামিন আবেদন দাখিল করা হবে।
এর আগে, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিনিয়র আইনজীবীদের সাথে বৈঠক করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে বেগম জিয়ার জামিনে মু্ক্তির বিষয় নিয়ে আলোচনা হয়। প্রায় দেড় ঘণ্টার বৈঠক শেষে বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, বেগম জিয়ার জামিনের জন্য উচ্চ আদালতে আবারো আবেদন করবেন তার আইনজীবীরা।
এদিকে, সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আজ সরকার দেশের জনগণকেভয় পায়। শুধু তাই নয়, গণতন্ত্রের আপোষহীন নেত্রী খালেদা জিয়াকেও ভয় পায়। আজ (রোববার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, আজ বাংলাদেশের বাস্তবতাকে অস্বীকার করে আমার বিশ্বাস হয় না খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো। এটাই বাস্তবতা। দেশের মানবাধিকার পরিস্থিতি কী, তা পর্যালোচনা করেই আমাদের করণীয় ঠিক করতে হবে। আমরা কীভাবে খালেদা জিয়াকেমুক্ত করব।
তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। আমরা কোনো অগণতান্ত্রিক পরিবর্তন চাই না। শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন করতেচাই। আজকে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে গণতান্ত্রিকভাবেই এগুতে হবে। তবে দেয়ালে পিঠ ঠেকে গেলেই মানুষ অস্বাভাবিক আচরণ করে।