• জাতীয় শীর্ষ সংবাদ
  • রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য অস্ট্রেলিয়ার সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য অস্ট্রেলিয়ার সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ , ৬ জানুয়ারি ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে
রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ- রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. কে আব্দুল মোমেন। একই সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

রোববার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেটের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানান।

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী বৈঠক করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে সরাসরি প্লেন ও কার্গো প্লেন চালু, বাংলাদেশে ভিসা অফিস চালু ও বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান জানান।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন অস্ট্রেলিয়ার চলমান দাবানলে জীবনহানি, সম্পদ ও পরিবেশের ক্ষতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।