ব্রাহ্মণবাড়িয়ায় বই উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ , ১ জানুয়ারি ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

নিজস্ব প্রতিবেদক : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ বুধবার সকালে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বেলুন উড়িয়ে বইমেলার শুভ উদ্বোধন করছেন সাংসদ র. আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী।

এতে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমূখ।

এ বছর জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৮ লাখ ৮৯ হাজার ৫৪৩ জন শিক্ষার্থীদের মাঝে ৬৯ লাখ ৪শ ৭১টি বই বিতরণ করা হয়।

বইমেলায় উপস্থিত অতিথিবৃন্দ।

এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের ৬ লাখ ৫ হাজার ৫শ ৪৩ জন শিক্ষার্থীর মাঝে ২৫ লাখ ২৬ হাজার ৪৮৭ টি বই এবং মাধ্যমিক ও ইবতেদায়ী ও মাদ্রসা বিদ্যালয়ে ২ লাখ ৮৪ হাজার শিক্ষার্থীদের মাঝে ৪৩ লাখ ৭৩ হাজার ৯৮৪ টি বই দেয়া হয়।