শেখ রাসেল স্মৃতি সংসদ এর উদ্যোগে

নবীনগরে দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পালিত

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ , ৫ জানুয়ারি ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 years আগে

মো. কামরুল ইসলাম (নবীনগর) : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ‘ক্লিন এন্ড গ্রীণ’ বাংলাদেশের পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) উপজেলার লহরী ‘শেখ রাসেল স্মৃতি সংসদ’ উদ্যোগে ও গরিব ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় লহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রফেসর বজলুর রহমান কিন্ডারগার্টেন ও কালঘড়া বাজারে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পালিত হয়।

এতে লহরী শেখ রাসেল স্মৃতি সংসদের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা স্কুলের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতা করছে।

অভিযানের কর্মসূচীতে ছিল -জাতীয় সংগীত,বিভিন্ন স্থান পরিষ্কার, লিফলেট বিতরণ, শপথ বাক্য পাঠ, কুইজ প্রতিযোগিতা, ডাস্টবিন ও ঝুড়ি বিতরণ।

কর্মসূচী শেষে ক্লাবের সাবেক সভাপতি সুমন আহমেদের সভাপতিত্বে ও বর্তমান সভাপতি সাইদুর রহমান পারভেজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ডাঃ মো. শফিকুর রহমান।

এছাড়াও সময় উপস্থিত ছিলেন মো. সাজেদুল ইসলাম সাজু, মো. বাছির মিয়া, শাফায়ের হোসেন মেম্বার, হাজী নুরুল ইসলাম, মো. ফুল মিয়া, ইউনুস মিয়া ও ফারুক মিয়াসহ আরো অনেকে।