ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক

১৫ আগস্ট সুনির্দিষ্ট হুমকি না থাকলেও,একটি হুমকি থাকে

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ , ১৩ আগস্ট ২০২৩, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সংগৃহীত

১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও ১৫ আগস্ট উপলক্ষে একটা হুমকি তো সবসময়ই থাকে। এ হুমকির বিষয়টির ওপর ভিত্তি করেই আমাদের এ বিশেষ অভিযান চলমান রয়েছে  বলে জানান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলে জানিয়েছে  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

রোববার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ কথা জানান ডিএমপি কমিশনার।

তিনি বলেন, জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে রাজধানীতে ব্লক রেইড বা বিশেষ অভিযানটি আমাদের নিয়মিত কার্যক্রমেরই বিশেষ অংশ।

তবে শনিবার (১২ আগস্ট) থেকে চলা এ ব্লক রেইড বা বিশেষ অভিযানে এ পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে তা এখনো জানা যায়নি এ কর্মকর্তা ।

এর আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে শনিবার রাজধানীতে ব্লক রেইড বা বিশেষ অভিযান পরিচালনার আদেশ দেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়েছে, ১২ থেকে ১৪ আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকায় হোটেল-মেসে ব্লক রেইড নিয়মিত চলবে। ১৫ আগস্টকে কেন্দ্র করে হামলা করার উদ্দেশ্যে জঙ্গিরা যাতে অবস্থান করতে না পারে ওই কারনে বাসাবাড়ি, আবাসিক হোটেল, মেস, বস্তি,দেশের বিভিন্নি স্থান থেকে আসা রাধানীতে প্রবেশকারীসহ এলাকা ভিত্তিক ব্লক রেইড, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম নিয়মিত পরিচালনা করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেই কারণে ব্লক রেইড ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে ।

মন্তব্য লিখুন

আরও খবর