১৫ই রমজান শরীফ ইসলামের পঞ্চম খলিফা হযরত সায়্যিদুনা ইমাম হাসান ইবনে আলী(রাঃ)-এর পবিত্র বিলাদত শরীফ

প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ , ৯ মে ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

আলহামদুলিল্লাহ্! আজ ১৫ই রমজান শরীফ ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রাদিয়াল্লাহু আনহু) ও রাসূল(ﷺ)- এর কন্যা হযরত মা ফাতিমা(রাদিয়াল্লাহু আনহা)-এর পুত্র, প্রীয় নবীজী হযরত মুহাম্মদ (ﷺ)- এর দৌহিত্র। যিনি হলেন ইসলামের পঞ্চম খলিফা,,,আহলে বায়াত,,,ইমাম মাওলা,,,#হযরত_সায়্যিদুনা_ইমাম_হাসান_ইবনে_আলী(রাদিয়াল্লাহু আনহু)-এর পবিত্র বিলাদত শরীফ (পবিত্র শুভ জন্মদিন)।

♥নওয়াছায়ে রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম),
নবী নন্দিনী হযরত মা ফাতিমা(রাদিয়াল্লাহু আনহু)-এর পুত্র,#হযরত_সায়্যিদুনা_ইমাম_হাসান_ইবনে_আলী(রাদিয়াল্লাহু আনহু)-এর পবিত্র বংশ পরিচয়!

★সম্মানিত পিতাঃ
শেরে খোদা, ফাতেহে খায়বর, ছাহিবে যুলফিকার, মওলায়ে মু’মিনীন, শেহনশাহে বেলায়েত, বাবু শহরে ইলম, সায়্যিদুনা আলী মুর্তাদ্বা (কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম)।

★ শ্রদ্ধেয়া মাঃ
গোটা জগতের নারীকুল সরদার,
নবী তনয়া, বতূল, মাস্তুরাহ, আবিদা, যাহিদা, তৈয়্যিবা, ত্বহেরা, সায়্যিদা ফাত্বিমা যাহরা (রাদ্বিইয়াল্লহু আনহা)।

♥পবিত্রশুভ জন্মঃ
হিজরী ৩য় সনের ১৫ই রমদ্বানুল মোবারক ইরাকের কুফায়,,
হেজাজ, পবিত্র মদীনা শরীফ।
গোত্রঃ কুরাইশ, বনূ হাশিম।

★তিনি পাক পঞ্জতনের ৪র্থ তম সদস্য।
স্ত্রীঃউম্মে কুলসূম বিনতে ফদ্বল
ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব (রাদিয়াল্লাহু আনহু)।

♥খাওয়ালা বিনতে মঞ্জূর,
★উম্মে বশীর বিনতে আবী মাসউদ,
★হাফসা বিনতে আব্দুর রহমান ইবনে আবী বকর (প্রথম খলীফা হযরত আবূ বকর সিদ্দীক্বের পৌত্রী)।
★যা’দা বিনতে আল আশ’আছ।

#সন্তান_সন্তুতিঃ
♥হযরত সায়্যিদুনা ক্বাসিম ইবনে হাসান (রাদিয়াল্লাহু আনহু)।
(যিনি কারবালায় চাচাজান সায়্যিদুনা ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু আনহুর সাথে শাহাদাত বরণ করছেনে)।
♥হযরত সায়্যিদুনা মুহাম্মদ ইবনে হাসান (রাদিয়াল্লাহু আনহু)
♥হযরত সৈয়্যিদা ফাত্বিমা বিনতে হাসান (রাদিয়াল্লাহু আনহা), যিনি হযরত ইমাম যয়নুল আবেদীন
রদ্বিইয়াল্লহু তাআ’লা আনহুর স্ত্রী ছিলেন এবং
হযরত ইমাম মুহাম্মদ বাক্বির (রাদিয়াল্লাহু আনহু)’র মা ছিলেন)।
তাঁর উপনাম ছিল ‘উম্মে আব্দুল্লাহ’।
তিনি আপন স্বামীর নিকট থেকে সততার জন্য ‘ছিদ্দীক্বা’ উপাধী লাভে ধন্য হয়েছিলেন।
হযরত ইমাম হাসান (রাদিয়াল্লাহু আনহু)’র পরিবারে উনার মতো গভীর জ্ঞানের অধিকারী আর কেউ ছিলেন না।
♥হযরত সায়্যিদুনা আবূ বকর ইবনে হাসান (রাদিয়াল্লাহু আনহু)।
♥হযরত সায়্যিদুনা উমর ইবনে হাসান (রাদিয়াল্লাহু আনহু)।
♥হযরত সায়্যিদুনা যায়দ ইবনে হাসান (রাদিয়াল্লাহু আনহু)।
♥হযরত সায়্যিদুনা আব্দুল্লাহ ইবনে হাসান (রাদিয়াল্লাহু আনহু)।
♥ হযরত সায়্যিদুনা ত্বলহা ইবনে হাসান (রাদিয়াল্লাহু আনহু)।
♥হযরত সায়্যিদুনা মাইমূনাহ বিনতে হাসান (রাদিয়াল্লাহু আনহু)।
♥হযরত সায়্যিদুনা হাসান আল মুছান্না ইবনে হাসান (রাদিয়াল্লাহু আনহু), উনার পবিত্র বংশ দিয়েই হুযুর সায়্যিদুনা গউসুল আ’যম,পীরানে পীর, হযরত আব্দুল ক্বাদের জীলানি রদ্বিইয়াল্লহু আনহু এ পৃথিবীতে এসেছেন।
♥উম্মে হোসাইন বিনতে হাসান (রাদিয়াল্লাহু আনহা)।

মন্তব্য লিখুন

আরও খবর