স্বামী সব সময় স্ত্রীর ডান পাশে ঘুমাবে বা অবস্থান করবে- সমাজে এমনটিই প্রচলিত আছে। এমনকি হাঁটার সময়, যানবাহনে চলাচলের সময় কিংবা ঘুমানোসহ সব সময় স্বামী তার স্ত্রীর ডান পাশে থাকবে।
স্ত্রীর ঘুমানো বা চলাফেরা সম্পর্কে ইসলামে এ রকম কোনো দিকনির্দেশনা আছে কি?
না, স্ত্রী ঘুমানোর সময় স্বামীর ডান পাশে ঘুমাবে এমন কোনো নিয়ম ইসলামে নেই। তবে সব ভালো কাজই ডান দিক থেকে শুরু করতে হয়। এটি সুন্নতও বটে।
কিন্তু স্বামী-স্ত্রীর ঘুমানো, একসঙ্গে চলাফেরা কিংবা অবস্থানের সময় বাধ্যতামূলকভাবে স্বামীকে ডান পাশে থাকতে হবে, এটি সঠিক নয়। ইসলামে এ সম্পর্কে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনাও নেই।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত