ব্রাহ্মণবাড়িয়া-১ আসন

স্ত্রীর ৫ বছর আগের শূন্য নগদ এখন ৬৫ লাখ

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ , ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য বদরুদ্দোজা ফরহাদ হোসেন (সংগ্রাম)। বিগত পাঁচ বছরে এমপি থাকাকালীন সময়ে সংগ্রামের স্ত্রীর সম্পদ নগদ অর্থ।

পাশাপাশি বেড়েছে শেয়ারহোল্ডার ও শেয়ার। শুধু স্ত্রী নয়, বেড়েছে সংগ্রামেরও। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এ তথ্য উল্লেখ করেছেন তিনি।

জানা যায়, বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেনের জন্ম ১৯ সেপ্টেম্বর ১৯৭১ সালে পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গুনিয়াউক ইউনিয়নের বড় বাড়িতে। তার পিতা মৃত এম ফখরুল হোসেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক মহাসচিব। মাতা ফেরদৌস আরা বেগম রুনু বাংলাদেশ আনসার ভিডিপির উপ-পরিচালক ছিলেন। তিনি ১৯৮৮ সালে ঢাকা রেসিডিন্সিয়াল মডেল স্কুল হতে এসএসসি পাশ করে ১৯৯০ সালে ঢাকা কলেজ হতে এইচএসসি পাশ করেন। ১৯৯৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করেন। ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতোকোত্তর ডিগ্রী লাভ করেন। ২০১৪ সালে এলএলবি ও ২০১৬ সালে এলএলএম ডিগ্রী লাভ করেন।
মৎস্য মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুর পর সংগ্রাম ১৩ মার্চ ২০১৮ সালের বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়-১ আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে সংসদ সদস্য হিসেবে পুনঃনির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদে তিনি সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের পূর্বে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্রের সাথে জমা দেয়া হলফনামায় নিজের এবং স্ত্রীর বিবরণ দেন বদরুদ্দোজা ফরহাদ হোসেন (সংগ্রাম)। এতে তিনি স্ত্রীর নগদ টাকার পরিমাণ শূন্য দেখিয়েছিলেন। আর এবারের মনোনয়ন পত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় ফরহাদ হোসেন সংগ্রাম জানিয়েছেন। স্ত্রীর নামে ৬৫ লক্ষ ৬০ হাজার ৮৯৩ টাকা নগদ অর্থ রয়েছে। ফলে বিগত পাঁচ বছরের সংগ্রামের স্ত্রী শূণ্য থেকে অর্ধকোটিরও বেশি টাকার মালিক।

শুধু নগদ অর্থ নয়, শেয়ার হোল্ডিং ও বন্ডে বেড়েছে টাকার পরিমাণ। ২০১৮ সালে সংগ্রামের স্ত্রীর ছিলো দেড় লক্ষ টাকা। সেটিও বিগত পাঁচ বছরে বেড়ে এক কোটি ৩০ লক্ষ টাকায় দাড়িয়েছে। তাছাড়া যেখানে ১ তোলা স্বর্ণ ছিলো না সংগ্রাম স্ত্রী সেখানে এবারের হলফনামায় উল্লেখ রয়েছে ১০০ তোলা।

হলনামা অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংগ্রামের নগদ টাকার পরিমাণ ছিলো ২ কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ৮৮৯ টাকা। এবার তা বেড়ে ৩ কোটি ৪৪ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা নগদ অর্থে দাড়িয়েছে। তাছাড়া বন্ড ও ঋণপত্রের শেয়ার ছিল এক কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৩৮৯ টাকা, সেখান এখন সংগ্রাামের শেয়ার হোল্ডিং ৪ কোটি ও শেয়ার এক কোটি ৪২ লাখ ১৯ হাজার ৪৬৭ টাকা হয়েছে। শুধু তাই নয় সংগ্রামের গাড়ির পরিমাণও বেড়েছে। পূর্বে তথ্য অনুযায়ী সংগ্রামের কাছে ছিলো ৪২ লক্ষ ৪৩ হাজারের গাড়ি। সেখানে এখন ৫০ লক্ষ টাকার ও ৩১ লক্ষ ৫০ হাজারের টাকার দুটি গাড়ি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় সংগ্রামের অন্য বিনিয়োগ ছিল ৯ লাখ ৫০ হাজার ৮০০টাকা। এবারের হলফনামায় তার অন্য মূলধন ৬ লাখ ৮৫ হাজার ৯৬৯ টাকা ও অন্য বিনিয়োগ ৩৪ লাখ ৫০ হাজার ৮০০ টাকা।

এছাড়া ২০১৮ সালে সংসদ সদস্য বদরুদ্দোজা ফরহাদ হোসেন সংগ্রামের দায় ছিল ৭৬ লাখ ৯৮ হাজার ৮১৮ টাকা। এবার নির্বাচনে দাখিল করা হলফনামায় তার মার্জিন লোন ২২ লাখ ৩১ হাজার ৭৯৭ টাকা ও অফিস ভাড়া বাবদ দায় ৩৭ লাখ ৪২ হাজার ৮৯৮ টাকা।

বিষয়:

মন্তব্য লিখুন

আরও খবর