সরাইলে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত: ৬:৫১ পূর্বাহ্ণ , ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইলে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে । এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১বার তপোধ্বনির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।

পরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্র্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সরাইল থানা,বিএনপিসহবিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

পরে সকাল ৮ টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম প্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মোশারফ হোসাইন ও সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান ।

এ সময় পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট, গ্রাম পুলিশ সদস্যরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।এছাড়া উপজেলা পরিযদ মিলনায়তনে আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিয়োগীতা, পুরস্কার বিতরন, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপন করেছে উপজেলা প্রশাসন।

সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার এস এম ফরিদ।।