• শীর্ষ সংবাদ সরাইল
  • সরাইলে ব্যবসায়ী উজ্জলের উদ্যোগে ২৮০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সরাইলে ব্যবসায়ী উজ্জলের উদ্যোগে ২৮০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ , ১১ এপ্রিল ২০২০, শনিবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে
ছবিঃ কালের বিবর্তন

মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম। এর নাম মানুষ বিপদে-আপদে, সমস্যা-সংকটে ছুটে এসে সাহায্য করবে-এমন প্রত্যাশা মানুষ মাত্রই করতে পারে। মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্য সমাজের অসহায়- হতদরিদ্রের জন্য কিছু করতে ব্যবসায়ী উজ্জ্বল মুন্সীমানুষের পাশে দাড়িয়েছে।

মহামারী করোনাভাইরাসের আগ্রাসী থাবায় থমকে গেছে দেশ। কাজের অভাবে অসহায়-অনিশ্চিত জীবন-যাপন করছে লাখো মানুষ। দেশের এমন সংকটাপন্ন অবস্থায় কর্মহীন ও দুস্থ এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের কৃতিসন্তান বিশিষ্ঠ ব্যবসায়ী মেসার্স উজ্জ্বল ট্রেডার্সের মালিক মোঃ উজ্জ্বল মুন্সী। মরণব্যাধি করোনাভাইরাস আতঙ্কে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি, হতদরিদ্র, খেটে খাওয়া ২৮০ পরিবারের মাঝে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করেছে এ মানবতার উজ্জ্বল মুন্সী।

শনিবার (১১এপ্রিল) সকাল১১টায় উপজেলার পানিশ্বর ইউনিয়ন শাখাইতি গ্রামের মুন্সী বাড়ির উঠান প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৭ কেজি চাল,২ কেজি আলু,২কেজি ডাউল,২ কেজি পেঁয়াজ,১ কেজি তেল ১ কেজি লবণ। এ সময় শিল্পপতি হাজী নুরুল ইসলাম মুন্সী, হাজী ফুল মিয়া মুন্সী, ইউপি মেম্বার মোঃ সুমন মিয়া মুন্সী, মোঃ মাহবুবুর রহমান সুজুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর