সরাইলে পুলিশের অভিযানে প্রাইভেটকার গাঁজাসহ তিন জন গ্রেফতার

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ , ১১ মার্চ ২০২০, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃসরাইলে পুলিশের অভিযানে প্রাইভেটকার (গাড়ি) গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সরাইল থানা সুত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো’র দিকনির্দেশনায় পরিদর্শক(তদন্ত) মোহাম্মদ নুরুল হক এর সার্বিক সহযোগীতায় মাদক বিরোধী অভিযান পরিচালনা মঙ্গলবার (১০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে এসআই বাপন চক্রবর্ত্তী সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া মোড়ে চেকপোস্ট ডিউটি করাকালীন ঢাকাগামী একটি কালো রংয়ের প্রাইভেটকার থামিয়ে তল্লাশীকালে প্রাইভেটকারের পিছনের ডালা থেকে ১৬ কেজি গাঁজাসহ মোঃ জামাল মিয়া (৩২), পিতা- মৃত আব্দুর রহিম গ্রাম- কালিপুর (মধ্যপাড়া) , উপজেলা ভৈরব, মেহেদী হাসান রানা (২২), পিতা- মৃত কামরুল ইসলাম, উপজেলা ভৈরব গ্রাম কালিপুর।অপরজন মোঃ ইমরান হোসেন (২৩), পিতা- মৃত বাবুল মিয়া গ্রাম- কালিপুর (মধ্যপাড়া) , উপজেলা ভৈরব।

সরাইল থানা অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো বলেন, সরাইল থানায় চলমান মাদক বিরোধী অভিযান পরিচালনায় গোপন সংবাদে ভিওিতে গাঁজা বহনকারী প্রাইভেটকারসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বহনকারী প্রাইভেটকার গাড়িটি জব্দ করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর