সরাইলে ধান ক্রয় উদ্বোধন করলেন ইউএনও

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ , ১১ মে ২০২০, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

মোঃ তাসলিম উদ্দিন সরাইল প্রতিনিধিঃ ব্রাক্ষণবাড়িয়া সরাইল উপজেলার সরকারি ভাবে ধান ক্রয়ের উদ্বোধন করেছে সরাইল উপজেলা নিবার্হী অফিসার এ এস এম মোসা।সোমবার( ১১ মে) সকালে এল এস ডি প্রাঙ্গনে এই ধান সংগ্রহ অভিযান শুরু করা হয়।

এ সময় কৃষি কার্ড দেখে প্রকৃত কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয় করা হয়। উদ্বোধনী সময়ে ইউএনও উপজেলা ধান ক্রয় কমিটির সভাপতি এ এস এম মোসার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আবু হানিফ মিয়া, উপজেলা কৃষিকর্মকর্তা নয়ন মনি সুএধর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নুর আলী, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি মোঃ নুরুল হুদা,উপজেলা খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ হাফছা হাই, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছাঃ নাজমা বেগমসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

এ বছর উপজেলার কৃষকদের মাঝে লটারীর মাধ্যমে মোট ১৯২১ মেঃটন বোর ধান ক্রয় করা হবে বলে খাদ্য বিভাগ সূত্রে জানা যায়।

মন্তব্য লিখুন

আরও খবর