সরাইলে দুইগ্রামের সংঘর্ষে ইউএনও ওসিসহ আহত ২০-গ্রেপ্তার-৩

প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ , ১ মে ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): সরাইলে তুচ্ছ ঘটনার জের ধরে দুই গ্রামের সংঘর্ষে ইউএনও, ওসিসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের চানমনি পাড়া ও মোগলটুলা গ্রামে বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এসব ঘটনা ঘটে। সংঘর্ষ তামাতে গিয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)মো.মোশারফ হোসাইন এর পায়ে ইটের আঘাতে আহত হন। ইউএনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় কিছুক্ষণ পরে সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসানের মাথায় আঘাতে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন পরে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আর এমও) ডা. মো. কামরুল হাসান।

জানা যায়, চানমনি পাড়া গ্রামের এলন মিয়া ছেলে মো. সাইফুল ও মোগলটুলা গ্রামের মহব্বত আলীর ছেলে মুজাহিদের সঙ্গে তুচ্ছ ঘটনাকে নিয়ে দুজনের মধ্যে মারামারি সংঘটিত হয়। এর জের ধরে বুধবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যান ইউএনও মো. মোশাররফ হোসাইন, থানার (ওসি) মো.রফিকুল হাসান ইটের আঘাতে আহত হন। ইউএনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ও ওসিকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল-সার্কেল) তপন সরকার এ প্রতিবেদককে বলেন,রাতের ঘটনায় ইউএনও ও ওসি আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রামের অবস্থা শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।