সরাইলে জাতীয় ভোটার দিবস পালিত

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ , ২ মার্চ ২০২২, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) “মুজিব বর্ষের অঙ্গীকার,রক্ষা করব ভোটাঅধিকার’-এই প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) সকাল১১টা জাতীয় ভোটার দিবস উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়ত চত্বরে অনুষ্ঠিত সরাইল উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীতে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা মো.আশরাফ উদ্দিন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. মাহফুজ আলী।সরাইল থানা এএসআই মো.সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসের কাজী আল আমীন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তি,উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী প্রমুখ। এসময় বক্তারা বলেন,প্রতিটি নাগরিকের জন্য ভোটার হওয়া ও ভোটাধিকার প্রয়োগ করা সাংবিধানিক অধিকার। ভোটারদের হাতে স্মার্ট কার্ড তুলে দেয়া বর্তমান সরকারের উন্নয়নের অন্যতম একটি অংশ। ব্যক্তি এবং রাষ্ট্রের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজে স্মার্ট কার্ডের প্রয়োজন হয়।