• খেলাধুলা জাতীয়
  • সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৪১ পূর্বাহ্ণ , ১৭ মে ২০২২, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা’ মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা ( অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলার সমাপনীও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
অনুষ্টিত হয়েছে। সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২২ খেলা সরাইল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আজ সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়। সোমবার (১৬ মে) বিকেলে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ওউপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, সরাইল থানা অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উক্ত ফাইনাল খেলায় বালিকা পানিশ্বর একাদশ ২-০ গোলে সরাইল সদর একাদশকে পরাজিত করে বিজয়ী হন। দ্বিতীয় ফাইনাল নোয়াগাঁও ইউপি একাদশ১-০ শাহবাজপুর ইউপি একাদশকে পরাজিত করেন। উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম ফরিদ।রেফারি দায়িত্ব পালন করেন, মাসুম উল্লাহ খন্দকার, শফিকুল ইসলাম ও আল মতিন। ফাইনাল খেলায় নোয়াগাঁও একাদশ ১-০গোলে শাহবাজপুর ইউনিয়নকে পরাজিত করে। এদিকে পানিশ্বর বালিকা একাদশ২-০ সরাইল সদর ইউপি একাদশকে পরাজিত করে গোল্ডকাপ গ্রহন করেন উপস্থিত অতিথিবৃন্দদের থেকে। এ সময় উপস্থিত ছিলেন, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান খায়রুল খোদা চৌধুরী, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান,উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো.মাহফুজ আলী ও ধারাভাষ্যকার হিসেবে
মজিদ বক্সও সালাউদ্দিন আহমেদ। খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ গণ।

মন্তব্য লিখুন

আরও খবর