সরাইলে কঠোর লকডাউনের তৃতীয় দিনে: মামলা ও জরিমানা

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ , ৩ জুলাই ২০২১, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মো.তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)

সারাদেশে সরকারি নির্দেশ মোতাবেক চলছে কঠোর লকডাউন ।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় কঠোর লকডাউনের তৃতীয় দিন শনিবার( ৩ জুলাই ) সকাল থেকে দুপুরে লকডাউনের বিধি কার্যকর তৎপরতা প্রর্দশন করেছে প্রশাসন। তৎপরতা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন, সরাইল উপজেলা নির্বাহি অফিসার ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক মৃদুল ও এ সময় সেনাবাহিনীর টীম সঙ্গে ছিলেন।
সরাইল উপজেলা সদরসহ বাজারে বিভিন্ন গ্রামের মোড়ে ৯-টি মামলা বিভিন্ন জনের কাছ থেকে দুপুর পর্যন্ত ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।এদিকে দুই-জনকে সকাল ১০ টা থেকে দুপুর একটা পর্যন্ত আটক রাখা হয়।
সরাইল উপজেলা নির্বাহী অফিসারও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক মৃদুল বলেন,বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণকেই সচেতন হবে। তবে সরকারি বিধি নিষেধ রক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। সরাইল উপজেলার কয়েকটি পয়েন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে লকডাউন এ সরকারের আরোপিত বিধি নিষেধ ভঙ্গ করায় ওই জরিমানা আদায় করা হয়। এসময় তিনি বলেন, ভ্রাম্যমান আদালতের পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।। এর পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন।