সরাইলে এসএসসি পরীক্ষার্থীদের মিলাদওবিদায় অনুষ্ঠান

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ , ৭ নভেম্বর ২০২১, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এস এস-সি পরিক্ষার্থী ২০২১ ব্যাচের বিদায়ওমিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) দুপুরে অত্র বিদ্যালয় মাঠে বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল সহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল,আমন্ত্রিত অতিথি ছিলেন, নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.রাফি উদ্দিন আহম্মদ। এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান,সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আয়ুইব খান. অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা মো. মাহফুজ আলী।স্কুল ম্যানেজিং কমিটির সদস্য গাজী আব্দুর রাজ্জাক, এস এম ফরিদ, কাজী আমিনুল ইসলাম শেলভী. মো. মাহফুজ, সাবেক অভিভাবক সদস্য মো. মাহবুব খন্দকার ও মো.তাসলিম উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক গাজী মাজিদ হোসেন ও আব্দুল করিমপ্রমুখ।বক্তারা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা করে বলেন, সামনে তোমরাই দেশের হাল ধরবে। তোমরাই দেশের ভবিষ্যত। । সবাই ভালো ভাবে পরীক্ষা দেবে। এখান থেকেই দৃঢ় মনোবল নিয়ে পড়তে হবে। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন,হযরত মাওলানা শাহজালাল।

মন্তব্য লিখুন

আরও খবর