সরাইলে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ , ১৪ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া):”মুজিব বর্ষের প্রতিশ্রুতি জোরদার করি দুর্যোগ প্রস্ততি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত হয়েছে। আজ ১৩ অক্টোবর বুধবার দুর্যোগ প্রশমন দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত (সিপিপি) ৫০ বছরে পদার্পণ উদ্যাপন এবং আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সকাল ১১ টায় সরাইল উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে সরাইল উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসুচিতে সভাপতিত্ব করেন,

সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. আরিফুল হক মৃদুল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন, সরাইল উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা উপ- সহকারী প্রকৌশলী,মো. সালাহ উদ্দিন, এ সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মকবুল হোসেন,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোছা. নাজমা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সুকের পরিচালক মো. মমিন মিয়া, সরাইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সুবল চন্দ্র দেবনাথ ও রিয়াজ মোহাম্মদ।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সরাইল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

আলোচনা শেষে সরাইল ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করে। সরাইল ফায়ার সার্ভিসের সাব অফিসার ইদ্রিস আলী শেখের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের একটি দল তাদের গাড়ি ব্যবহার করে ও অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে বেশ কয়েকটি অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করে।

মন্তব্য লিখুন