সরাইলে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ , ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 weeks আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবিড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃংখলা কমিটির মাসিক সভা ২৯ এপ্রিল মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন।

সভায় বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো.নিজাম উদ্দিন,সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি)মো. রফিকুল হাসান, সিনি:ওয়া:অফিসার মো.আশরাফ আলী,সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল,খাটি হাতা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. মামুন রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান লস্কর তপু. উপজেলা জামায়েত ইসলামের আমির,মো. এনাম খা, মাও.মঈনুল ইসলাম খন্দকার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,সরাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর হোসেন, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো.মোশারফ হোসেন পাকশিমুল ইউপি চেয়ারম্যান আবু কাওসার, সরাইল বাজার কমিটির সাধারণ সম্পাদক বাবুল মিয়া, উপজেলা ছাত্র প্রতিনিধি- ইফরান খান ও নাহিদ প্রমুখ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা সায়মা সাবরিন,উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোছা.বিউটি আক্তার,উপজেলা ফায়ার সার্ভিসের মো. রিয়াজ আহমেদ।

সরকারি জায়গা দখল,বাজারের যানজট, মাদক,জুয়া, চোর-সিন্ডিকেট ও মানুষের নিরাপত্তা বিধান নিয়ে দেয়া বক্তব্যের জবাবে উপজেলা নির্বাহী অফিসার ও সভার সভাপতি মো. মোশারফ হোসাইন থানার পুলিশকে দ্রুত ও কার্যকরী ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়ে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য তাকে যে, সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা সার্বিক ভালো থাকা, ডাকাত নির্মূলে চলমান পুলিশের অভিযান ও উপজেলার বিভিন্ন পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ায় উপস্থিত বক্তরা উপজেলা প্রশাসন ও সরাইল থানাকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।