ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ সরওয়ার উদ্দীন।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল।
সভায় বক্তারা, উপজেলায় চুরি, ডাকাতি, মাদকের ছড়াছড়ি, যানজট নির্মূল ও পাকশিমুল ইউনিয়নের পরমান্দাপুর গ্রামের দাঙ্গার বিষয়ে যে সমস্যাগুলো আছে তা দ্রুত সমাধান করা হবে বলে জানান।
এ সময় ভারপ্রাপ্ত কর্মকর্তা গত মাসের মামলার পরিসংখ্যান তুলে ধরে বলেন, সরাইল শান্তির জনপদ। এই জনপদের মানুষ যেন নির্বিঘ্নে স্ব স্ব অবস্থানে শান্তিতে বসবাস করতে পারে এজন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
তিনি বলেন, অপরাধ যারা করবে তাদের আইনের আওতায় আনা হবে। সবার প্রচেষ্ঠায় উপজেলায় সকল অপরাধ রোধ করা সম্ভব। আমরা সকলেই যার যার অবস্থান থেকে কাজ করলে সরাইলকে আরো সুন্দর শান্তির জনপদ গড়ে তুলা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জান্নাত সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মনসুর হোসেন, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, চুন্টা ইউপি চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো.সায়েদ মিয়া, শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান মোছা. আছমা বেগম, পাকশিমুল ইউপি চেয়ারম্যান মো. কাউছার হোসেন, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো.সাহের উদ্দিন প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
ত্রিশালে বাসের ধাক্কায় অটোরিক্সার যাত্রী নিহত
ত্রিশালে বাসের ধাক্কায় অটোরিক্সার যাত্রী নিহত
কমলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
কমলগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
বেনাপোল-যশোর মহাসড়কে ছাত্র-ছাত্রীদের জন্য বাস ভাড়া অর্ধেকে নির্ধারণ
বেনাপোল-যশোর মহাসড়কে ছাত্র-ছাত্রীদের জন্য বাস ভাড়া...
পলিথিন নিষিদ্ধে জনসচেতনতায় তরী বাংলাদেশ’র লিফলেট বিতরণ
পলিথিন নিষিদ্ধে জনসচেতনতায় তরী বাংলাদেশ’র লিফলেট...
ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদী’র জলকপাট খুলে দেওয়ায় চলছে মাছ...
ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদী’র জলকপাট খুলে দেওয়ায়...
জয়পুরহাটে একই স্থানে পাল্টাপাল্টি সম্মেলনের ঘোষনা:প্রশাসন কর্তৃক ১৪৪...
জয়পুরহাটে একই স্থানে পাল্টাপাল্টি সম্মেলনের ঘোষনা:প্রশাসন...