সরকার প্রস্তাবিত ‘সাইবার নিরাপত্তা আইন’ বিষয়ে ১৪ দিন পর্যন্ত মতামত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। আইনের খসড়াটি মতামতের জন্য ইতি মধ্যে ওয়েবসাইটে দেওয়া হয়েছে। সরকার আইনের খসড়ার বিষয়ে প্রয়োজনে সংশ্লিষ্ট অংশীজনদের মতামতও নেবে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা জানা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসময় উপস্থিত ছিলেন।
প্রয়োজনে আইনের খসড়ার বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের মতামতও নেওয়ার বিষটি জানান আইনমন্ত্রী।
বিভিন্ন মহলে বহুল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে বেশ কিছু পরিবর্তন এনে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে নতুন আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিল করা হয়নি, বরং পরিবর্তন করা হয়েছে। ‘ডিজিটাল’ এর পরিবর্তে ‘সাইবার’ শব্দ ব্যবহার হয়েছে। আইনটির ব্যাপ্তি বোঝানোর জন্য এটি করা হয়েছে। বিশ্বে সাইবার অপরাধেরন রূপ পরিবর্তন হয়েছে। এজন্যই আইনটি নাম পরিবর্ত করে সাইবার নিরাপত্তা নামে করেছি।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের বেশকিছু ধারায় পূর্বে সাজার পরিমাণ বেশি ছিল, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কিছু ধারার অপরাধ জামিন অযোগ্য ছিল। এসব বিষয়ে বর্তমানে পরিবর্তন করে সাজার বিধান কমানো হয়েছে। আগের আইনের ২৯ ধারায় জেল ও অর্থদণ্ড ছিল, নতুন আইনে জেল বাতিল করে এর জন্য অর্থের পরিমান বারিয়ে এখন শুধু অর্থদণ্ড রাখা হয়েছে।
নতুন আইনটির বিষয়ে সমালোচনাকারীদের উদ্দেশে করে আনিসুল হক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের পাশাপাশি রেখে নতুন আইনটি দেখলে অবশ্যই এটিকে পরিবর্তিত হয়েছে বলে মনে হবে। নতুন আইনটির বিষয়ে না জেনেই অনেকে বলছে, নতুন বোতলে নাকি পুরনো মদ। যারাি এসব কথা বলছেন তারা সমায় উপযোগী আলোচনা করার জন্যই সমালোচনা করছেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত