সরকারি কর্মচারীদের প্রধান দায়িত্ব মানুষের সেবা করা: ওয়াহিদউদ্দিন

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ , ৪ সেপ্টেম্বর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে

সরকারি কর্মচারীদের প্রধান দায়িত্ব হচ্ছে দেশের মানুষের সেবা করা বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সরকারি কর্মচারীদের সব ক্ষেত্রে জবাবদিহিতা থাকা উচিত বলে মনে করেন তিনি।

বুধবার (৪ সেপ্টেম্বর) সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৭৬তম মৌলিক প্রশিক্ষণ কোর্সের কোর্স সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

সরকারি কর্মচারীদের দেশপ্রেমের চেতনায় নিজেকে পরিণত করে দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, জনসাধারণের সেবায় উৎকর্ষ ও আন্তরিকতাই হবে একজন সরকারি কর্মচারীর দক্ষতা ও যোগ্যতার মূল্যায়নের চাবিকাঠি। তিনি আরও বলেন, ধর্ম, লিঙ্গ এবং কোনো বৈষম্য ছাড়াই সব নাগরিককে সমান সেবা দেওয়ার মানসিকতা আপনাকে বহন করতে হবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, এটা ভুলে গেলে চলবে না যে, জনগণকে সেবা দেওয়া কোনো অনুগ্রহ নয়, এটা তাদের প্রাপ্য।

ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের পর নতুন যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, একটি সুষ্ঠু, ন্যায়পরায়ণ ও ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ যাত্রা।

সাম্প্রতিক অতীতে সুশাসনের অভাবে এ পথ কণ্টকাকীর্ণ বলে তিনি মনে করেন। অর্থনীতির একজন ছাত্র হিসাবে, আমি মনে করি যে আমাদের জন্য সুচিন্তিত এবং সুপরিকল্পিত পদক্ষেপ এবং কর্মসূচি ছাড়া কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর অন্য কোন উপায় নেই।

তিনি বলেন, ছাত্র-জনতার অপরিমেয় আত্মত্যাগের মধ্য দিয়ে যে প্রত্যাশা (দেশবাসীর) দেখা দিয়েছে তা আপনাদের (সরকারি কর্মচারীদের) অবশ্যই পূরণ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএটিসির রেক্টর সাঈদ মাহবুব খান। এসময় উপদেষ্টা ৭৬তম মৌলিক প্রশিক্ষণ কোর্সের সার্বিক মূল্যায়নে প্রথম থেকে ২০তম স্থান অর্জনকারী অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

বিসিএস ৩৫ থেকে ৪০তম ব্যাচের বিভিন্ন ক্যাডারের মোট ৩৫৪ জন কর্মকর্তা ৯ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

মন্তব্য লিখুন