শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ , ১০ মে ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 days আগে
ছবি- কালের বিবর্তন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চালকের ভুলের কারণে একটি তেলবাহী ওয়াগন ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শনিবার দুপুরে দেড়টার সময় শ্রীমঙ্গল রেল স্টেশন এই দূর্ঘটনাটি ঘটে।

রেলওয়ে সুত্রে জানা যায়, আজ দুপুরে তেলহাবাহী একটি খালি ট্রেন ঘুরানোর সময় চালকের ভুলের কারণে ইঞ্জিন বগি লাইনচ্যুত হয়ে পাশে মাটির মধ্যে আটকে যায়। এতে অল্পের জন্য রেললাইনের পাশে থাকা বেশ কয়েকটি ঘর দূর্ঘটানা থেকে রক্ষা পায়। তবে এ ঘটনায় কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, আজ দুপুর দেড়টার দিকে তেলবাহী ট্রেনের শুধু ইঞ্জিন বগি লাইনচ্যুত হয়েছে। এঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।