শেরপুরের নকলায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শফিকুল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার টালকী ইউনিয়নের সাইলামপুর গ্রামে দিহান স্টোরের ভিতরে এ ঘটনা ঘটে। থানার কার্যক্রম না থাকায় ১১ আগস্ট রবিবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় লাশ নকলা থানায় নিয়ে আসে নিহতের পরিবার।
নিহত শফিকুল মিয়া নকলা উপজেলার টালকী ইউনিয়নের সাইলামপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও ২ সন্তানের জনক। শফিকুল দীর্ঘদিন ধরে বাড়ির পাশেই তার মালিকানাধীন দিহান স্টোরে মনোহারী সামগ্রী, ঔষধ ও বিকাশ ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
শফিকুলের চাচা সাইয়্যিদ ইয়াহিয়া (৪৬) জানান, শফিকুলের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছিল না। দেশের চলমান পরিস্থিতি ও নকলা থানা পুলিশের কোন কার্যক্রম থাকায় নিরাপত্তার কথা ভেবে শফিকুল রাত ৯টার দিকে দোকান বন্ধ করে দোকানে ঘুমিয়ে পড়ে।
পরে কে বা কারা রাতের আঁধারে দোকানে প্রবেশ করে তাঁকে নির্মমভাবে খুন করে টাকা-পয়সা নিয়ে চলে যায়। সকালে ক্রেতাদের ডাক চিৎকারে দোকানে এসে আমরা ঘটনা জানতে পারি।
নিহতের ছোট ভাই ৮ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক জানান, প্রতিদিনের মত তার বড় ভাই শফিকুল বাড়ির সামনে দোকানে ঘুমাতেন। পরে আজ সকালে পরিবারের লোকজন তার গলাকাটা মরদেহ দেখতে পায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ কাদির জানান, ব্যবসায়ী শফিকের খুনের ঘটনায় নকলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও খুনের ঘটনায় তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত