• বিনোদন
  • শুভ জন্মদিন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ

শুভ জন্মদিন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ , ২৯ মার্চ ২০২০, রবিবার , পোষ্ট করা হয়েছে 4 years আগে

‘মতি মিয়া নিজের ইচ্ছায় চলে,অন্যের ইচ্ছার ধার ধারে না’

‘গাঞ্জা খাইয়াই কূল পাই না,পড়ালেখা করমু কখন’

‘বলবো আল্লার কসম আমি ভাঙ্গি নাই, পশ্চিম দিক ফিরা কইতাছি,যদি মিছা কথা কই তাইলে আমার উপর ঠাডা পরবো’
‘ধুর ছাতা দল ই করমু না,আমি বিখ্যাত ঢোল বাদক তৈয়ব আলী,অতি উচ্চবংশ’

“আজ রবিবার,বৃক্ষমানব,গৃহসুখ প্রাইভেট লিমিটেড ও উড়ে যায় বক্ষপক্ষী”,হুমায়ূন আহমেদের জনপ্রিয় এই নাটকগুলোতে এই সংলাপ গুলো বলে দর্শকদের বিনোদিত করেছিলেন তিনি,শুধু এই চারটি নাটক ই নয় হুমায়ূন আহমেদের অসংখ্য নাটকে মজার মজার সংলাপ বলে দর্শকদের বিনোদিত করতেন। এই নাটকগুলির মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন কৌতুক অভিনেতা। তিনি বাংলা নাট্যঙ্গনের অন্যতম স্বনামধন্য অভিনেতা ‘ফারুক আহমেদ’।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অবস্থাতেই যুক্ত হন থিয়েটারে। টিভি নাটকে প্রথম পরিচিতি পান জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘আজ রবিবার’ দিয়ে। হুমায়ূন আহমেদের নাটকগুলিতে বাড়িতে কাজের লোকগুলো একটু বিশেষ হয়ে থাকতো। তেমনি এই নাটকে একটি উচ্চবিত্ত একান্নবর্তী পরিবারের কেয়ারটেকার ‘মতি মিয়া’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক সমাদৃত হয়েছিলেন। এরপর ই একে একে হুমায়ূন আহমেদের নাটকে একজন নিয়মিত অভিনেতা হয়ে উঠেন,অভিনয় করেন যমুনার জল দেখতে কালো,চোর,গৃহসুখ প্রাইভেট লিমিটেড,বৃক্ষমানব,জইতরী,বনুর গল্প,একি কান্ড,ভূত বিলাস,হাবলঙ্গের বাজারে,রুপালী রাত্রি,এনায়েত আলীর ছাগল সহ অনেক নাটকে। এর মাঝে বিশেষ করে বলতে হয় ‘উড়ে যায় বকপক্ষী’র কথা। তৈয়ব আলী চরিত্রে তিনি অসাধারণ অভিনয় করেছিলেন,পুরো ধারাবাহিক নাটকে তিনিই হয়ে উঠেছিলেন প্রধান আকর্ষণ। এটিই এখন পর্যন্ত সেরা অভিনয় হিসেবে বিবেচিত।

হুমায়ূন আহমেদ উনার তিন প্রিয় অভিনেতা কে নিয়ে বানিয়েছিলেন ‘আমরা তিনজন’ সিরিজ। এই সিরিজের এজাজুল ইসলাম,স্বাধীন খসরুর সঙ্গে তিন জনের একজন ছিলেন তিনি। বোকা কিন্তু হিউমারাস চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন। হুমায়ূন আহমেদের সিনেমা শ্যামল ছায়া,নয় নম্বর মহা বিপদ সংকেতে অভিনয় করেছিলেন। মুস্তফা কামাল রাজের ‘তাঁরকাটা’ সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছিলেন,সম্প্রতি তৌকীর আহমেদের ‘ফাগুণ হাওয়ায়’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

রেদোয়ান রনির পরিচালনায় মোশাররফ করিমের সঙ্গেও গড়ে উঠেছিল দারুন জুটি। এই ত্রয়ীর জিম্মি,বিহাইন্ড দ্য সিন,বিহাইন্ড দ্য ট্র‍্যাপ,ফাঁদ ও বগার গল্প দদর্শকমহলে বেশ সমাদৃত নাটক। সিকান্দার বক্স সিরিজে ‘মামা’ চরিত্রে অভিনয় করেও দারুন আলোচনায় এসেছিলেন। সাম্প্রতিক সময়েও টেলিভিশনে ভীষণ ব্যস্ত তিনি। কাজ করেছেন প্যারা,হিটলারের মৃত্যু চাই সহ অনেক নাটকে। অভিনয়ের পাশাপাশি নাটক রচনা ও নির্দেশনাও দিয়েছেন।

হুমায়ূন আহমেদ উনার উপন্যাস ‘লিলুয়া বাতাস’ উৎসর্গ করেছিলেন এই প্রিয় অভিনেতাকে,আজ উনার জন্মদিন। শুভকামনা রইলো।