শতাধিক পরিবার পেল বন্ধু ফাউন্ডেশন সরাইলে ঈদ উপহার

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ , ২৮ মার্চ ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 month আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু ফাউন্ডেশন ’ বিভিন্ন দুর্যোগকালীন সময় ও ধর্মীয় উৎসবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।

সেই ধারাবাহিকতায় এবার ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে উপজেলার শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে এ স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (২৮ মার্চ) বিকাল সাড়ে চারটা দিকে প্রাণিসম্পদ মাঠে এসব উপহার তুলে দেন, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান মো. রফিকুল ইসলাম মানিক, উচালিয়া পাড়া গ্রামের মো. ফজল মিয়া, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা সুদীপ দত্ত তনু, ভবুতুস চক্রবর্তী, মো. জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায়, কোরআন তেলাওয়াত করেন ক্বারী জামাল উদ্দিন, সার্বিক সহযোগিতা ছিলেন, বন্ধু ফাউন্ডেশনের প্রধান সন্দীপ দত্ত মানুর আর্থিক সহায়তায় ঈদ উপহার হিসেবে পরিবারের জন্যে সেমাই,চিনি,দুধ,কিসমিস ও ডাল দেওয়া হয়।

উপহারসামগ্রী পেয়ে অসহায় পরিবার গুলো খুবই আনন্দিত।বক্তারা বলেন,পবিত্র ঈদে গরিব-দুঃখী মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে পারলেই ঈদ উদযাপন স্বার্থক এবং সুন্দর হবে।

সরকারের পাশাপাশি দেশের বিত্তবানরা যদি একটু আন্তরিক এবং দয়ালু হন তাহলে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ঈদ উদযাপন অত্যন্ত আনন্দময় হবে।