লোহাগড়ায় নিয়মবর্হিভূতভাবে পেট্রোল বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ৭:৩২ পূর্বাহ্ণ , ৯ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে

নড়াইলের লোহাগড়ায় লাইসেন্স ছাড়া ও নিয়মবর্হিভূতভাবে পেট্রোল বিক্রির অপরাধে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বাজারে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

নড়াইল জেলা প্রশাসন কাযার্লয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস ও রাকিবুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বাজার এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত এসময় লাইসেন্স ছাড়া পেট্রোল বিক্রির অপরাধে লক্ষীপাশা বাজারের বিশ্বাস ট্রেডার্সকে ২০ হাজার, নিহান সার্ভিস সেন্টারকে ৩ হাজার ও সাজ্জাদ ট্রেডার্সকে ১ হাজার টাকা জমিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম জাগো নিউজকে জানান, লাইসেন্স ছাড়া ও নিয়মবর্হিভূতভাবে পেট্রোল বিক্রির অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। যত্রতত্র পেট্রোল বিক্রি নাহলে দূষ্কৃতিকারীরা সহজে পেয়ে অন্যায় কাজে লাগাতে ব্যবহার করতে পারবেনা।

মন্তব্য লিখুন

আরও খবর