লকডাউন বাস্তবায়নে সরাইল প্রশাসনের অভিযান” শনাক্ত ১১জন

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ , ৯ আগস্ট ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)

লকডাউনে সরকারের বিধিনিষেধ বাস্তবায়নে সরাইলের বিভিন্ন এলাকায় প্রশাসনের অভিযান চলমান। ব্রাহ্মণবাড়িয়া সরাইল সদরসহ উপজেলা প্রশাসন ছিলেন কঠোর অবস্থানে।লকডাউন তদারকি করার জন্য সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল সেনাবাহিনী একটি টিম নিয়ে সোমবার(৯আগস্ট) সকাল থেকেই মাঠে ছিলেন। তিনি লকডাউন বাস্তবায়নে উপজেলা সদরসহ বিভিন্ন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনার সময় সরকারি বিধি-নিষেধ না মেনে দোকানপাট খোলা ও স্বাস্থ্যবিধি না মানায় এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহানা নাসরিন, সরাইলএলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে২জনের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা করেন।
আজ সোমবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এদিকে আজ সোমবার ৯ আগস্ট নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১জন। ২১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ১১ জন সরাইল উপজেলা স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া বিকেলে
তথ্য জানিয়েছেন।

মন্তব্য লিখুন

আরও খবর