লকডাউন টাইম শুরুকল্পে পলাশবাড়ী থানা পুলিশের কঠোর অবস্থান

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ , ১০ এপ্রিল ২০২০, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 5 years আগে

গাইবান্ধা জেলা প্রতিনিধি: করোনা ভাইরাস কোভিড ১৯ সংক্রমন জোন হিসাবে দেশের মধ্যে ৫ ম স্থানে গাইবান্ধা জেলা। এ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত এ পর্যন্ত ৮ জন। করোনা সংক্রমন রোধকল্পে জেলা প্রশাসন ১০ এপ্রিল শুক্রবার বিকাল ৫ টা হতে গাইবান্ধা জেলা কে লকডাউন ঘোষণা করায় এ সময় শুরু হতে কঠোর অবস্থানে রয়েছে পলাশবাড়ী থানা পুলিশ। এ অবস্থানের ফলে সন্ধ্যা আগেই সকল রাস্তা ঘাট অপ্রয়োজনীয় যানবাহন ও জন শূন্য হয়েছে।

জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের নির্দেশে পলাশবাড়ী পৌর এলাকা ও উপজেলার ৮ টি ইউনিয়নের ছোট বড় হাট বাজারে ও জনসমাগম ঘটে এমন স্থানে কঠোর অবস্থান নিয়ে সকল প্রকার জনসমাগম রোধ করেছেন পলাশবাড়ী থানা পুলিশ । বিকাল ৫ টার পর হতে পলাশবাড়ী উপজেলার হাটবাজার, রাস্তাঘাট গুলো জনশূন্য হয়েছে। সকল প্রকার দোকানপাট যানবাহন বন্ধ রয়েছে। এক গাইবান্ধা জেলা হতে তো দূরের কথা এক উপজেলা হতে অন্য উপজেলায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ও ওসি তদন্ত মতিউর রহমান পৃথক পৃথক টিম নিয়ে লকডাউন শুরু কল্পে কঠোর অবস্থান গ্রহন করেন। এসময় লকডাউন কালিন সময়ে জনসাধারণের অবগতির জন্য জেলা প্রশাসনের জারিকৃত আদেশ জনসাধারণের উদ্যেশে তুলে ধরেন। জনসাধারণ কে ঘরে পাঠিয়ে দেন। এছাড়া এদিন পুলিশ অফিসারগণের নেতৃত্বে মোবাইলটিম ও এলাকা ভিক্তিক টিম কঠোর অবস্থান নিয়েছেন পলাশবাড়ী থানা পুলিশ ।

মন্তব্য লিখুন

আরও খবর