রিকশার চালকের ট্রেন আসা না খেয়ালে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যাত্রীর

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ , ১৬ আগস্ট ২০২১, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি :

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় শাহাবুদ্দিন (৩৫) নামের এক ফেরিওয়ালা নিহত হয়েছেন।

রোববার (১৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের কলেজ রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগরের মনু মিয়ার ছেলে ও পেশায় ফেরিওয়ালা ছিলেন। এ ঘটনায় অজ্ঞাত আরও একজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, শাহাবুদ্দিন ব্রাহ্মণবাড়িয়া শহরে থেকে বিভিন্ন ধরনের আচার-ভর্তা বিক্রয় করতেন। রোববার রাতে শহর থেকে রিকশায় আনারস নিয়ে কাউতুলির দিকে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন যাচ্ছিল। রিকশা চালক ট্রেন আসার বিষয়টি খেয়াল না করেই রেললাইন পার হচ্ছিল। এ সময় ট্রেনের ধাক্কায় রিকশাটি ছিটকে পড়ে।

ওসি আরও জানান, গুরুতর আহত অবস্থায় শাহাবুদ্দিনসহ আরও একজনকে উদ্ধার করে প্রত্যক্ষদর্শীরা ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে শাহাবুদ্দিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মন্তব্য লিখুন

আরও খবর