রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। বিশেষ করে বিমানবন্দর সড়ক, বনানী, রামপুরা ও বাড্ডা এলাকার সড়ক গুলোতে যানজট বেশি। যানজট পরিস্থিতির মধ্যে বৃষ্টি হওয়ার কারণে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।
বুধবার (১৬ আগস্ট) সকালে এসব সড়কে দেখা যায়, রামপুরা ব্রিজ থেকে শুরু করে যানজট কুড়িল বিশ্বরোড পর্যন্ত পৌঁছে গেছে। যানজটের পাশাপাশি বৃষ্টি হওয়ার কারণে অফিসগামী, শিক্ষার্থীসহ প্রয়োজনে বাইরে বের হওয়া জন সাধারণের ভোগান্তি বেড়েছে। বৃষ্টির কারণে গণ-পরিবহন থেকে নেমে হেঁটেও গন্তব্যে যেতে পারছেন না অনেকে। এর ফলে দীর্ঘ যানজটের মধ্যে বাসেই বসে থাকতে হচ্ছে যাত্রীদের।
যানজট নিয়ে রাজধানীর নতুন বাজার এলাকায় কর্মরত ট্রাফিক সার্জেন্ট মানবেন্দ্র রায় বলেন, গতকাল সরকারি ছুটি থাকায় গাড়ির চাপ অনেক কম ছিলো। তাই ছুটি শেষে প্রয়োজনীয় কাজে আজ সবাই একসঙ্গে বের হয়েছে। রাস্তায় গাড়ির চাপ বেশি থাকায় যানজট সৃষ্টি হয়েছে। এর মধ্যে বৃষ্টির কারণে যানজট আরও বাড়ছে।
রাজধানীর বনানী এলাকায় সরেজমিন দেখা যায়, বনানী থেকে বিমানবন্দর এলাকা পর্যন্ত সকাল থেকে তীব্র যানজট তৈরি হয়েছে। সকাল ১০টার দিকে এই সড়কে যানচলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছিল। তবে বেলা ১১টা থেকে যান চলাচল কিছুটা সাভাবিক হলেও অনেক ধীরগতি রয়েছে।
এ সড়ক দিয়ে চলাচল করা কয়েকটি পরিবহনের বাস চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ রাস্তায় গাড়ির চাপ বেশি। এর মধ্যে বৃষ্টি হচ্ছে, যে কারণে যানবাহনের ধীরগতিতে চলছে। সব মিলিয়ে আজ সকাল থেকে রাজধানীর সড়কে তীব্র যানজট রয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত